বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত

Other

বগুড়া শহরের ঝোপগাড়িতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

 নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আব্দুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও আজাহার প্রামাণিকের স্ত্রী হামিদুন বেগম (৬০)।

বগুড়া সদর থানার উপশহর ফাঁড়ি পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুর রহিম জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় করে নিহত ও আহতরা শহরের চারমাথার দিকে যাচ্ছিলেন।  

ওই সময় রংপুর গামী বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিতে ধাক্কা দিলে চালক সহ ৬ জন যাত্রী গুরুতর আহত হন।  

খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে আনোয়ারা ও হামিদুনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল আনোয়ারা ও টিমএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে হামিদুনকে চিকিৎসকগণ মৃত ঘোষণা করেন।

 

পুলিশ জানিয়েছে, তারা সম্পর্কে আত্মীয় ও শুক্রবার সকালে পারিবারিক কোন একটি দাওয়াতে অংশ নিতে তারা কোথাও যাচ্ছিলেন।  

বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, নিহত দু'জনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটিকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

NEWS24.TV / কামরুল