চেয়ারম্যান সাহেব, অপকর্মকারীদের ভালো হয়ে যেতে বলুন : সেতুমন্ত্রী

চেয়ারম্যান সাহেব, অপকর্মকারীদের ভালো হয়ে যেতে বলুন : সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিআরটিএ চেয়ারম্যানের উদ্দেশে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুশিয়ারি দিয়ে বলেছেন, চেয়ারম্যান সাহেব- বিআরটিএতে যে অপকর্ম যারা করে তাদের ভালো হয়ে যেতে বলুন। সেতুমন্ত্রী অপকর্মকারীদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে, বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দেন।

শুক্রবার জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় তিনি নিজের সড়ক পরিবহণ ও সেতু বিষয়ক মন্ত্রণালয় নিয়ে স্বস্তিতে নেই বলেও জানান।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমরা সড়কে শৃঙ্খলা কেন আনতে পারব না।

আমি মনে করি, সড়কে শৃঙ্খলা আনাই বড় চ্যালেঞ্জ।

হাইওয়ে পুলিশের উদ্দেশে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কত টাকা জরিমানা তুলেছেন- এটার হিসেব দিয়ে কোনো লাভ নেই। এটা কোনো বিষয় নয়। আমার কাছে বিষয় সড়ক নিরাপদ আছে কি না।

গাড়িগুলো নিয়ম মতো চলছে কি না, গাড়ির ফিটনেস আছে কি না, চালকের ফিটনেস, গাড়ির চালক গাড়ি চালাবার যোগ্য কি না, গাড়ি ওভারলোডেড কি না, গাড়ি বেশি গতিতে চলছে কি না- এসব আমার কাছে বিষয়। আমি এটাই দেখব। আমার কাছে বিষয় দুর্ঘটনা কমেছে কি না।

আরও পড়ুন


বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর

মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী

সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)

কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’


 

দুর্ঘটনা দুর্ভাবনার কারণ হয়ে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রতিদিনই ঘটছে। পাখির মতো মানুষ মরে, মাছির মতো মানুষ মরে। এ মর্মান্তিক দৃশ্যপট মানুষ হিসেবে সইতে পারি না। অনেক কষ্ট হয়।

news24bd.tv/আলী