মেয়র জাহাঙ্গীরের বিষয়ে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত: তাজুল ইসলাম

ফাইল ছবি

মেয়র জাহাঙ্গীরের বিষয়ে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত: তাজুল ইসলাম

অনলাইন ডেস্ক

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা, দু-এক দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।  

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানিয়েছেন।    

এর গত শুক্রবার মেয়র জাহাঙ্গীর আলমের প্রাথমিক সদস্যপদ বাতিলের পাশাপাশি তাকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।  

আরও পড়ুন:


নেতাদের আশীর্বাদে একা গাজীপুর চালানো জাহাঙ্গীর নিজেই একা


জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে।

গত ২২ সেপ্টেম্বর ফেসবুকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। চার মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে কটূক্তি করেন। এমনকি রাষ্ট্রীয় দুটি সংস্থা নিয়েও নানা আপত্তিকর মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীর মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশের পাশাপাশি বঙ্গবন্ধুর দেশ স্বাধীন করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন।

news24bd.tv রিমু