রিজওয়ানের অপেক্ষায় ইংলিশ নারী ক্রিকেটার

সংগৃহীত ছবি

রিজওয়ানের অপেক্ষায় ইংলিশ নারী ক্রিকেটার

অনলাইন ডেস্ক

বছরটা স্বপ্নের মতো কেটেছে পাকিস্তানি উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের। এক ক্যালেন্ডার ইয়ারে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রান করেছেন তিনি। তবে এবার নতুন এক চ্যালেঞ্জের সামনে পড়ছেন রিজওয়ান। প্রথমবারের মতো ইংল্যান্ডের ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন তিনি।

আগামী গ্রীষ্মে ইংলিশ কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলবেন রিজওয়ান। সাসেক্সে এই ওপেনারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের তারকা খেলোয়াড় সারাহ টেইলর।

মেয়েদের ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই উইকেটরক্ষক-ব্যাটারও খেলেন সাসেক্স নারী দলে। রিজওয়ানকে নিয়ে টুইটারে লিখেছেন, ‘রিজওয়ানের কাছ থেকে শেখার জন্য তর সইছে না, সাসেক্সের জন্য এটা সেরা চুক্তি।

আগামী বছরের শুরুতেই পাকিস্তানে খেলতে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০২২ সালের ৫ এপ্রিল সিরিজটি শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই ইংল্যান্ডে চলে যাবেন রিজওয়ান। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের বেশিরভাগ ও টি-টোয়েন্টি ব্লাস্টের পুরোটাই খেলার কথা রয়েছে তার।  

আরও পড়ুন:

সন্তানের চোখের সামনেই গুলি করে অভিনেত্রীকে হত্যা

news24bd.tv/ নকিব