প্রচারণা শেষ, ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট সোমবার

ফাইল ছবি

প্রচারণা শেষ, ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট সোমবার

অনলাইন ডেস্ক

দেশের ২৩ জেলায় ষষ্ঠ ধাপে ৪৩টি উপজেলার ২১৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামীকাল সোমবার (৩১ জানুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নিয়ম অনুসারে ভোটের ৩২ ঘণ্টা আগে নির্বাচনের প্রচারণা শেষ করতে হয়। সে অনুসারে শনিবার মধ্যরাতে ভোটের প্রচার শেষ হয়েছে।

এখন অপেক্ষা ভোটগ্রহণের।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

এদিকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার রাত ১২টা থেকে আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৫৪ ঘণ্টার জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এমনকি কোনো মিছিল, বিজয় মিছিল, মশাল মিছিল, আনন্দ র‌্যালিও করা যাবে না বলে নির্দেশনা আছে ইসির।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান বলেন, আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার কাজ শেষ করতে হয়। এ ছাড়া মোটরসাইকেলের পাশাপাশি রোববার মধ্যরাত ১২টা থেকে সোমবার মধ্যরাত ১২টা পর্যন্ত সব যন্ত্রচালিত যান চলাচলও বন্ধ থাকবে। ইসির অনুমোদন নেওয়া গাড়ি এই সংক্রান্ত নির্দেশনার বাইরে থাকবে। এ জন্য জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন।

ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, ৩১ জানুয়ারি ২১৯ ইউপিতে নির্বাচনে চেয়ারম্যান পদে ১ হাজার ১৫৯ জন, সাধারণ সদস্য পদে ৭ হাজার ৪৯৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ হাজার ৪৫৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

এ ভোটে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ১০০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩১ জনসহ মোট ১৪৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলেও ইসি থেকে জানানো হয়েছে।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, এ পর্যন্ত ৩ হাজার ৭৭৩টি ইউপিতে ভোট সম্পন্ন হয়েছে। তফসিল দেওয়া হয়েছে ৪ হাজার ১৩৮টি ইউপিতে। মোট ইউপি হলো ৪ হাজার ৫৭৪টি। ৪৩৬টি ইউপি নিয়ে মামলা ও সীমানা জটিলতা থাকায় নির্বাচন করা যায়নি।

উল্লেখ্য, এর আগে সারাদেশে ৫ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। গতবছর ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে এবং ১১ নবেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর ২৮ নবেম্বর তৃতীয় ধাপে ১ হাজার ৭ ইউপিতে ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে এবং এ বছর ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন


যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়, ৬ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news24bd.tv এসএম