দাদি খালেদা জিয়ার পাশে থাকতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন নাতনি জাফিয়া রহমান। আজ দুপুর ২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন জাফিয়া। তিনি বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর মেয়ে।
বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে, জাফিয়া রহমান সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে আসেন। এর আগে প্রায় আড়াই মাস ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮১ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন সাবকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১৩ নভেম্বর ঢাকার এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।