আইআরজিসিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র

আইআরজিসিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

শর্ত সাপেক্ষে  ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকরা বলছেন, ইরানকে হয়তো তার এই এলিট বাহিনীর ক্ষমতার লাগাম টেনে ধরার নিশ্চয়তা দিতে হতে পারে।

আইজিআরসি ইরানের সেনাবাহিনীর সবচেয়ে ক্ষমতাধর একটি গ্রুপ। সশস্ত্র বাহিনীর পাশাপাশি এদের নিজস্ব গোয়েন্দা বাহিনী রয়েছে।

ওয়াশিংটনের অভিযোগ, এসব ব্যবহার করে বিশ্বজুড়ে সন্ত্রাসী তৎপরতা চালায় ইরান।

এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে এই বাহিনীকে তথাকথিত ‌সন্ত্রাসী সংগঠনের তালিকায় ফেলে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

তবে এবার আগের সরকারের সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে চাইছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তকমা থেকে বাদ দিতে ইরানের কাছে কী ধরনের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র চাইবে— সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক