টাকার বিনিময়ে বাবার সঙ্গে ৬ বছরের শিশুর চুক্তি!

সংগৃহীত ছবি

টাকার বিনিময়ে বাবার সঙ্গে ৬ বছরের শিশুর চুক্তি!

অনলাইন ডেস্ক

বাবার সঙ্গে চুক্তি করলো ছয় বছর বয়সী শিশুপুত্র। তাও আবার কান্না না করার শর্তে। অবিশ্বাস্য হলেও এমন একটি ঘটনা ঘটেছে যা অনলাইনে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, এই মজার কাণ্ড ঘটিয়েছে এক ভারতীয় বাবা ও তার ছয় বছর বয়সী ছেলে আবির।

সাধারণত শিশুরা তাদের মনমতো চলতে চায়। যে কারণে নানা বায়না, গোসল-খাওয়া-পড়াশোনা নিয়ে ঝামেলা করা ছাড়াও হাজারও বায়না ধরে। সঙ্গে চিৎকার চেঁচামেচি-কান্না তো আছেই। তাই পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণে আনতেই ছেলের সঙ্গে অভিনব চুক্তি করেছেন এই বাবা।
চুক্তিরপত্রের একটি ছবি বাটলা-জি নামে একটি অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা হলে ঘটনাটি অনেকের নজরে আসবে এবং ভাইরাল হয়।

চুক্তিতে দেখা যাচ্ছে সকালের ঘুম ভাঙা নিয়েও শর্ত চাপিয়েছে আবির। ফলে বিছানা ছাড়ার জন্য অ্যালার্ম বাজার পরেও ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এছাড়া শিশুটির দুধ খাওয়া, দুপুর ও রাতের খাবার খাওয়ার সময়, খেলার সময়, হোম ওয়ার্কের সময়, এমন সবকিছুই উল্লেখ করা হয়েছে চুক্তিতে। চু্ক্তি অনুযায়ী আবির যদি সব কাজ ঠিকমতো করে, তবে সে পাবে আর্থিক পুরস্কার।

চুক্তিতে বলা হয়, সব কাজ ঠিকমতো করার পাশপাশি আবির যদি একদিনে একবারও না কান্নাকাটি করে তবে সে ১০ টাকা করে পাবে। এভাবে যদি পুরো এক সপ্তাহ কান্নাকাটি-চিৎকার-চেঁচামেচি না করে তবে পুরস্কার হিসেবে সে পাবে ১০০ টাকা।

টুইটে বাবা আরো জানিয়েছেন, এই চুক্তি আসলে দ্বিতীয়বার করা হয়েছে। আগেরবার চুক্তির শর্ত ঠিকমতো পালন না করেও স্টার মার্ক চেয়েছিল আবির!

news24bd.tv/আলী