পাকিস্তানে বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১২৮

পাকিস্তানে বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১২৮

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আওয়ামী পার্টির (বিএপি) সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৮-এ দাঁড়িয়েছে। হামলায় আসন্ন নির্বাচনের প্রার্থী নবাবজাদা সিরাজ রাইসানিও মারা গেছেন। শুক্রবার বেলুচিস্তান প্রদেশের মাসতুংয়ে এ হামলায় কমপক্ষে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।

হতাহতদের কোয়েটা সিভিল হাসপাতাল, বলান মেডিকেল কমপ্লেক্স ও কোয়েটা মিলিটারি হাসপাতালে নেয়া হয়েছে।

প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আঘা উমর বুঙ্গালজাই বলেছেন, নওয়াবজাদা সিরাজ বাইসানির সভাকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়। আহত অবস্থায় কোয়েটায় নেয়ার পর সিরাজ বাইসানি মারা যান।

বুঙ্গালজাইসহ প্রদেশটির সিভিল ডিফেন্স ডিরেক্টর আসলাম তারিন জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ।

news24bd.tv

আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন হবে।

এ নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে হামলার ঘটনা বেড়েছে। গেল মঙ্গলবার (১০ জুলাই) রাতে পেশোয়ারে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২১ জন নিহত হন।


সূত্র: ডেইলি মেইল, গাল্ফ নিউজ, রেজিস্টার হেরাল্ড

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর