পালাতে চেয়েছিলেন রাম রহিম, জাল পাসপোর্ট উদ্ধার

হানিপ্রীতের সঙ্গে রাম রহিম। -ফাইল ছবি

পালাতে চেয়েছিলেন রাম রহিম, জাল পাসপোর্ট উদ্ধার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গ্রেপ্তার এড়াতে এড়াতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন ধর্ষকগুরু গুরমিত রাম রহিম। এজন্য সব কাজ গুছিয়েও এনেছিলেন। তৈরি করেছিলেন জাল পাসপোর্ট। কিন্তু, সারাদেশে তোলপাড় শুরু হয়ে যাওয়ায় শেষ অবধি সেই সুযোগ আর পাননি হানিপ্রীতের এই পালক বাবা।

 

স্বঘোষিত গডম্যানের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে হরিয়ানা পুলিশ। জানা গেছে, তল্লাশির সময় একটি ব্যাগ থেকে উদ্ধার হয় দুটি পাসপোর্ট- একটি আসল ও একটি জাল। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়।

রাম রহিমের ছায়া সঙ্গিনী হানিপ্রীতকে নিয়ে গঙ্গানগরের গুরুসর মোডিয়া গ্রামে তল্লাশি চালান তদন্তকারীরা।

 বিদেশে পালানোর জন্যে এই জাল পাসপোর্ট তৈরি করা হয়েছিল বলে দাবি পুলিশের। পাসপোর্ট তৈরিতে কে বা কারা রাম রহিমকে সাহায্য করেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে হরিয়ানার কারাগারে বর্তমানে সাজা ভোগ করছেন রাম রহিম। গ্রেপ্তার করা হয়েছে তার পালিত কন্যা হানিপ্রীতকেও যার সঙ্গে বাবা গুরমিত স্বামী-স্ত্রীর মতো বসবাস করতেন বলে অভিযোগ হানির স্বামীর।

সম্পর্কিত খবর