গোয়ালন্দে সড়কে গেল দুই শিক্ষার্থীর প্রাণ

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আগুনে জ্বলছে বাস

গোয়ালন্দে সড়কে গেল দুই শিক্ষার্থীর প্রাণ

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া-খুলনা মহাসড়কে বাসের চাপায় পিষ্ট হয়ে দৌলতদিয়া মডেল স্কুলের নবম শ্রেণির দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে মহাসড়কে আটকা পড়ে প্রায় তিনশতাধিক যানবাহন।

 শনিবার দুপুর পৌনে দুটার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতদিয়া মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্রী জাকিয়া (১৫) ও চাঁদনী (১৫)। নিহত জাকিয়া গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের অমর আলী সরদার পাড়া গ্রামের জালাল শেখের মেয়ে এবং চাঁদনী দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া গ্রামের সালাম শেখের মেয়ে।

সহপাঠী দুইজনকে হারিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মহাসড়ক অবরোধ করে রাখে। ঘটনাস্থালে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টানা দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দৌলতদিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম জানান, নিহত জাকিয়া ও চাঁদনী স্কুলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিতে আসার পথে স্কুলের সামনে ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাকিয়া ও চাঁদনী মারা যায়।

(নিউজ টোয়েন্টিফোর/শামিম/তৌহিদ)

সম্পর্কিত খবর