ময়মনসিংহে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

আ.লীগের মনোনয়ন পেলেন যারা

ময়মনসিংহে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ১১ টি আসনের মধ্যে আটটি আসনে দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাকি তিনটি আসন আওয়ামী লীগ শরীক দলের জন্য ছাড় দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সাতটি আসন রেখেছিল। এবার নতুন করে ময়মনসিংহ-৭- (ত্রিশাল) যোগ হয়েছে।

ময়মনসিংহ-১-(হালুয়াঘাট-ধোবাউড়া) জুয়েল আরেং, ময়মনসিংহ-২-(ফুলপুর-তারাকান্দা) শরীফ আহমেদ, ময়মনসিংহ-৩-(গৌরীপুর) অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৬-(ফুলবাড়িয়া), অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭-(ত্রিশাল) হাফেজ রুহুল আমীন মাদানী, ময়মনসিংহ-৯-(নান্দাইল) আনোয়ারুল আবেদীন তুহিন, ময়মনসিংহ-১০-(গফরগাঁও) ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-১১-(ভালুকা) কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

এদের মধ্যে ময়মনসিংহ-৭-(ত্রিশাল) আওয়ামী লীগ থেকে নতুন করে মনোনয়ন পেলেন হাফেজ রুহুল আমীর মাদানী। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এম.এ হান্নান। বর্তমানে তিনি যুদ্ধাপরাধের অভিযোগে কারাগারে রয়েছেন।

আর ময়মনিসংহ-১১-ভালুকা আসনে বর্তমান এমপি ডা. এম আমানউল্লাহর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

(নিউজ টোয়েন্টিফোর/নোমান/তৌহিদ)

সম্পর্কিত খবর