বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৫

বিএনপির গণসংযোগে হামলা

বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকায় বিএনপির প্রার্থী মিল্টন বৈদ্যর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর-২ নির্বাচনীর এলাকায় বিএনপির প্রার্থী মিল্টন বৈদ্য শুক্রবার বিকেলে রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করলে বাধা প্রদান করে দুর্বৃত্তরা। এসময় বাধা উপেক্ষা করে প্রচারণা চালালে হামলার শিকার হয় তারা। এতে কমপক্ষে পাঁচজন আহত হন।

বিএনপির প্রার্থী মিল্টন বৈদ্য জানান, আমি নির্বাচনী প্রচারণা করতে গেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেন। এরপরও আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছিলাম। এ সময় শতাধিক লোকজন আমাদের ধাওয়া করে হামলা চালায়। এতে আমার পাঁচ কর্মী আহত হয়েছে।

তবে রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ দারি করেছেন, আওয়ামী লীগের লোকজনের উপর বিএনপি প্রার্থীর লোকজন হামলা করেছে। এতে চার আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর