হুড়মুড় করে ভেঙ্গে গেল ছাদ, নিহত ১

ভেঙ্গে পড়া ছাদ, উদ্ধার অভিযান চলছে

হুড়মুড় করে ভেঙ্গে গেল ছাদ, নিহত ১

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণাধীন ছাদ ধসে আটকা পড়া শ্রমিক নিহত হয়েছেন। নিহত ওই শ্রমিকের নাম বজলুর রশিদ (৬০)। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চড়াইকোল গ্রামে।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় শ্রমিক। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকেই কুষ্টিয়া মেডিকেল কলেজের হাসপাতাল ভবনের গাড়ি বারান্দার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে কাজ করছিলেন শতাধিক নির্মাণ শ্রমিক।

বিকেল চারটার দিকে হঠাৎ হুড়মুড় করে ভেঙ্গে ওই ছাদ ধসে পড়ে। এ ঘটনায় এক শ্রমিক ছাদের নিচে চাপা পড়েন। আহত হন আরও ছয় শ্রমিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার উদ্ধার কাজ শেষে ছাদের নিচে চাপাপড়া শ্রমিক বজলুর রহমানের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

সংশ্লিষ্টদের ধারণা, সাধারণত নির্মাণাধীন ছাদের সাটারিংয়ে স্টিলের পাইপ ব্যবহার করা হলেও এখানে বাঁশের খুঁটি ব্যবহার করা হয়। এছাড়া ছাদে যে পরিমান রড দেওয়ার কথা তার থেকে কম রড ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এই দুই কারণে ছাদের ঢালাই কাজ চলাকালে এভাবে ছাদ ধসে পড়ে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর