অংশগ্রহণমূলক নির্বাচন চান নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূত

সুইডেনের রাষ্ট্রদূত চারলোটা স্কালাইটার (বায়ে)ও নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন। ফাইল ছবি

সিইসির সঙ্গে বৈঠক 

অংশগ্রহণমূলক নির্বাচন চান নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিদেবক

ঢাকায় নিযুক্ত নরওয়ে ও সুইডেনের দুই রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক করেছেন। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক হয়। দুই রাষ্ট্রদূত (ইনক্লুসিভ) অংশগ্রহণমূলক নির্বাচন চান। সব দলের অংশগ্রহণে যাতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন। তিনি বলেন, নির্বাচনের সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আশ করছি, গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না জানতে চাইলে নরওয়ের রাষ্ট্রদূত জানান, ঠিক মতো কাজ করা গেলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব।

এ সময় সুইডেনের রাষ্ট্রদূত চারলোটা স্কালাইটার বলেন, আগামী নির্বাচন নিয়ে আমাদের প্রত্যাশা রয়েছে।  

এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনের পর পরই গত মার্চে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূত।

সম্পর্কিত খবর