রাশিয়ার অস্ত্রের আঘাত ঠেকানো সম্ভব নয়: পুতিন

রাশিয়ার অস্ত্রের আঘাত ঠেকানো সম্ভব নয়: পুতিন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন পরমাণু অস্ত্রের ভিডিও ফুটেজ প্রদর্শন করে বলেছেন, তাদের নতুন পরমাণু অস্ত্র বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানতে পারবে। এসব অস্ত্রের আঘাত ঠেকানো সম্ভব নয়।

তিনি বলেন, রাশিয়া এমন কিছু উন্নত অস্ত্র তৈরি করেছে যার সামনে আমেরিকার সব প্রতিরোধ ব্যবস্থাই অকার্যকর। এসব অস্ত্রের মধ্যে পরমাণু শক্তি চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে বলে তিনি জানান।

রাশিয়ার সামনে নিজেকে আর বড় সামরিক শক্তি হিসেবে তুলে ধরার সুযোগ আমেরিকার নেই বলে তিনি উল্লেখ করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তাদের সাম্প্রতিক সাফল্যগুলো মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে। ফলে আমেরিকাকে এখন রাশিয়ার নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বন্ধ করতে হবে। মস্কোর সঙ্গে কথা বলতে হবে একটি সমান শক্তির অধিকারী পক্ষ হিসেবে।

 

২০০২ সালে আমেরিকা একটি পুরণো ক্ষেপণাস্ত্র চুক্তিকে ধ্বংসের মাধ্যমে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু করেছে বলে পুতিন জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, তারা নতুন প্রযুক্তি নিয়ে কাজ না করলে ওয়াশিংটনের সামনে মস্কোর পরমাণু শক্তি অর্থহীন হয়ে পড়ত। কারণ তারা সব অস্ত্রই আঘাত হানার আগে ঠেকিয়ে দিতে পারত।

সম্পর্কিত খবর