রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ভারতের হস্তক্ষেপ কামনা ত্রাণমন্ত্রীর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া [ফাইল ছবি]

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ভারতের হস্তক্ষেপ কামনা ত্রাণমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
এছাড়া আসছে বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোহিঙ্গাদের সহযোগিতা করতেও ভারতের প্রতি আহ্বান জানান ত্রাণমন্ত্রী।

সাক্ষাৎ শেষে হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের কাছে বলেন, ‘রোহিঙ্গা সমস্যা শুধুমাত্র বাংলাদেশের একার সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও সমস্যা, তাই প্রতিবেশী দেশ হিসেবে চলমান রোহিঙ্গা সংকট সমাধানে সব সময় বাংলাদেশের পাশে থাকবে ভারত।

সম্পর্কিত খবর