‘সিরিয়ার পূর্ব গৌতায় কারফিউ দিয়েছে সন্ত্রাসীরা’

সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠী।

‘সিরিয়ার পূর্ব গৌতায় কারফিউ দিয়েছে সন্ত্রাসীরা’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পূর্ব গৌতা ছেড়ে বেসামরিক ব্যক্তিরা যাতে অন্যত্র চলে যেতে না পারে সেজন্য সেখানে কারফিউ জারি করেছে সন্ত্রাসীরা। রাশিয়ার সামরিক বাহিনী এ খবর জানিয়েছে।

রুশ সামরিক বাহিনীর মেজর জেনারেল ভ্লাদিমির জলোতুকিনের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফেস রোববার জানিয়েছে, সন্ত্রাসীরা বেসামরিক ব্যক্তিদের গণ সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা দেয়ার পর পুর্ব গৌতা থেকে বেসামরিক ব্যক্তিরা যাতে নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারে সেজন্য রাশিয়া সেখানে চারটি নিরাপদ করিডর নির্মাণ করে দিয়েছে।

রোববার রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ এবং মস্কোতে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত রিয়াদ হাদ্দাদ সন্ত্রাসীদের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাশাপাশি দামেস্কে বেসামরিক ব্যক্তিদের ওপর মর্টার হামলা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।  

সন্ত্রাসীরা রাজধানী দামেস্ক এবং এর আশপাশে প্রতিদিন ৬৫টি মর্টারের শেল নিক্ষেপ করে আসছে বলেও সিরিয়ার সরকার এবং রাশিয়া  জানিয়েছে।

এছাড়াও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সন্ত্রাসীরা পূর্ব গৌতার নিরাপদ করিডরে সরাসরি স্নাইপার হামলা চালাচ্ছে।

সম্পর্কিত খবর