বিমান বিধ্বস্ত : বাড়ি ফেরা হল না ১৩ মেডিকেল শিক্ষার্থীর!

বিমান বিধ্বস্ত : বাড়ি ফেরা হল না ১৩ মেডিকেল শিক্ষার্থীর!

সিলেট ব্যুরো

তারা ছিলেন ১৩ জন। সবাই মেডিকেল শিক্ষার্থী। নেপাল থেকে ডাক্তারি পড়তে উড়ে এসেছিলেন বাংলাদেশে। পরীক্ষা শেষে নিজ দেশ নেপালে পরিবারের কাছে ফিরছিলেন তারা।

বিমানে ওঠার আগে অনেকেই ফেসবুকে ছবি দিয়ে বন্ধু ও স্বজনদের কাছ থেকে বিদায় নেন। কেউ দোয়া কামনা করেন। অনেক স্বপ্ন নিয়ে যাত্রা। অনেকদিন পর প্রিয়জনের মুখ দেখার আশা।
সবই মুহূর্তে শেষ হয়ে গেল একটি দুর্ঘটনায়।

আজ নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনায় চিরতরে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে সবার। প্রাথমিকভাবে ১৩ শিক্ষার্থীরই মৃত্যুর খবর পাওয়া গেছে।  তারা সবাই সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী।

১৩ শিক্ষার্থীর সবাই মারা গেছেন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তারা সবাই নেপালি। কলেজের ছুটিতে নিজ দেশে বেড়াতে যাচ্ছিলেন তারা।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন বলেন, ‘বিধ্বস্ত হওয়া বিমানে আমাদের ১৩জন শিক্ষার্থী ছিলেন। তাদের সবাই সম্ভবত নিহত হয়েছে বলে প্রাথমিক তথ্যে আমরা জেনেছি। ’

========================
নিহত নেপালি শিক্ষার্থীরা হলেন:

সঞ্জয় পৌডেল
সঞ্জয়া মাহারজান
নিগা মাহারজান
আঞ্জিলা শ্রেষ্ঠা
পূর্ণিমা লোহানি
সুইতা থাপা
মিলি মাহারজান
শর্মা শ্রেষ্ঠা
আলজিরা বারাল
চারু বারাল
শামিরা বেনজারখার
আশ্রা শাকিয়া এবং
প্রিন্সি ধোনি
===================

news24bd.tv

অধ্যক্ষ আরো বলেন, ‘চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষে ফলাফল প্রকাশের জন্য দুই মাসের মতো সময় লাগে। সাধারণত রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত কোন অ্যাসাইনমেন্ট থাকে না। তাই ওই সময়ে সবাই নিজেদের বাড়িতে চলে যায়। নেপালের শিক্ষার্থীরাও গতকাল রোববার তাদের দেশের বিমান ধরতে ঢাকায় যায়। ’

তিনি আরো জানান, ‘আমরা অন্য নেপালি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। একই সাথে তাদের অ্যাম্বাসির সাথেও যোগাযোগ করেছি। প্রাথমিকভাবে সবাই নিহত হয়েছেন বলে ধারণা করছেন তারা। আমাদের মেডিকেলে ২৫০জন নেপালি নাগরিক পড়শুনা করছেন। ’

সম্পর্কিত খবর