এবার আন্দোলনে উত্তাল জবি

এবার আন্দোলনে উত্তাল জবি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের উপর হামলার প্রতিবাদে আন্দোলনে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। আজ সকাল ১০টা থেকে তারা রায়সা বাজার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

এদিকে কোটা পদ্ধতির সংস্কার নিয়ে ক্যাম্পাসে কোনো আন্দোলন হবে না বলে হুঙ্কার দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম।

তিনি বলেছেন, কোটা পদ্ধতির সংস্কার নিয়ে ক্যাম্পাসে কোনো আন্দোলন চলবে না। সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর