বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দরের জিরো লাইনে জয়েন্ট রিট্রিট উদ্বোধন করবেন বিএসএফ’র মহাপরিচালক কে কে শর্মা এবং বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক ল্যা. জেনারেল সাফিনূর। আগামী ২৭ এপ্রিল দুই দেশের জনগণের মধ্যে ভাতৃত্ব সম্প্রসারণ, সীমান্ত রক্ষীবাহিনীর সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই রিট্রিট আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

রিট্রিট উদ্বোধনের প্রস্তুতির জন্য শনিবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আয়োজনে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকতারা উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন- বিএসএফ এর শিলিগুড়ি অঞ্চলের ডিআইজি অজিত কুমার,নোডাল অফিসার অম্বির সিং, ৫১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার কে এম উমেষ, বর্ডার গার্ড বাংলাদেশের ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার ল্যা. কর্ণেল শামসুল  আরেফিন, ১৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ল্যা. কর্ণেল আল হাকিম মোহাম্মদ নওশাদ প্রমুখ।

বিজিবি সূত্রে জানা গেছে, দিনের শেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অংশগ্রহণে প্রতিদিন ভারত-বাংলাদেশের পতাকা নামানোর আগে দৃষ্টিনন্দন যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। একেই বলা হয় জয়েন্ট রিট্রিট। আগামী ২৩ এপ্রিল ঢাকার পিলখানায় বিজিবি-বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে ২৭ এপ্রিল বাংলাবান্ধায় এই জয়েন্ট রিট্রিট উদ্বোধন করবেন।

 

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর