‘আমেরিকাকে সিরিয়ায় হামলা করতে দেবে না রাশিয়া’

‘আমেরিকাকে সিরিয়ায় হামলা করতে দেবে না রাশিয়া’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মিথ্যা অজুহাতে আমেরিকাকে আর সিরিয়ায় হামলা করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থায় (ওপিসিডব্লিউ) নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার শুলগিন এ হুশিয়ারি দেন।

হেগে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার দুমার ঘটনার বিষয়ে রাশিয়ার অনুসন্ধান প্রতিবেদন তুলে ধরার সময় এ কথা বলেন তিনি।

দামেস্কের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক হামলার আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে আবারো হামলার হুমকি দিচ্ছে আমেরিকা।

দুমা নিয়ে রুশ সেনা বাহিনীর তদন্তে বলা হয়- দুমায় একটি ভবনে খালি দুটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। এর মধ্যে একটিতে বিমান হতে ফেলার উপযোগী কোনো ব্যবস্থা নেই। বোমার স্পিল্টারে ভবনের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও গ্যাস সিলিন্ডারের কোনো ক্ষতি হয়নি। এ ছাড়া, ওপর হতে কংক্রিটে পড়ার দাবি করা হলেও তাতে এ সিলিন্ডার পুরোপুরি অক্ষত রয়েছে বলে রুশ সামরিক সূত্র জানিয়েছে।

এ ছাড়া, অপর সিলিন্ডারে এক ধরণের পাখা লাগানো ছিল। তবে উঁচু থেকে পড়ার পরও তা অক্ষত অবস্থায় রয়েছে বলেও জানানো হয়। সিরিয়ার হেলিকপ্টার সাধারণভাবে ২ হাজার মিটার উঁচু থেকে অভিযান পরিচালনা করে। তাই এই উচ্চতা থেকে পড়ার পরও কথিত সিলিন্ডারের অক্ষত থাকা সত্যিই বিস্ময়কর।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর