রাজধানীতে নব্য জেএমবির ৭ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে নব্য জেএমবির ৭ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের দক্ষিণের একটি ইউনিট।  

আজ ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ এপ্রিল রাতে সাদমান চৌধুরী নামে একজনকে আদাবর থানার একটি বাসা থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে, ওইদিন গভীর রাতে ভাষাণটেকের একটি মাদ্রাসা থেকে অপর ছয়জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইসলামের মাযহাব সম্পর্কে উস্কানিমূলক বেশ কিছু বই উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান জানান, আটককৃতরা উগ্রবাদী জঙ্গি সংগঠনের প্রাথমিক স্তর জামাতুল মুসলিমিনের পর্যায়ভুক্ত সদস্য। তারা অল্পবয়স্ক শিক্ষার্থীদের ইসলামের বিভিন্ন ধরনের অপব্যাখ্যা দিয়ে মস্তিষ্কে ইসলামী উগ্রবাদের ধারণা দেয়। এ ছাড়া তারা অর্থায়নকারীও। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃতরা হলো- সৈয়দ সাদমান চৌধুরী, মতিউর রহমান, আশিকুর রহমান, আজিমুল হক ওরফে জিয়ন, মো. সাব্বির আহমেদ, আবদুর রহিম শিকদার ও মো. কামাল হোসেন।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর