ফরিদপুরে টেলিভিশন দেখা নিয়ে সংঘর্ষে আহত ৩০

প্রতীকী ছবি

ফরিদপুরে টেলিভিশন দেখা নিয়ে সংঘর্ষে আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে টেলিভিশন দেখাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মাঝে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে প্রায় ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা সহ দফায় দফায় সংঘর্ষে নারী পুরুষ সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।  

আহতদের মধ্যে ১৩ জনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

গুরুতর আহত মামুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় এলাকাবাসী জানায়, পুরাতন চৌকিঘাটা হাটে প্রতিদিন সকালে বাজার বসে। বাজারে মাহবুবের চায়ের দোকানে টেলিভিশন দেখা নিয়ে একই গ্রামের মজিবুর রহমান মুন্সি গ্রুপের মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন এর সঙ্গে হাজী হাবিবুর রহমান গ্রুপের শাহাদাতের কথা কাটাকাটি হয়।

এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে শালিস বৈঠকে বিষয়টি নিয়ে ফের কথা কাটাকাটি হয়।

পরে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয়  অস্ত্র ঢাল সড়কি, টেটা, কাতরা, রামদা, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।   প্রায় ঘন্টা ব্যাপী উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এ সময় এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। সংঘর্ষ চলাকালে ভাঙ্গা থানা পুলিশ স্থানীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে দুই দলের মাঝে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও পর্যন্ত কোন পক্ষের মামলা হয়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর