গৃহকর্মে ২০ ভাগ যৌন ও ৫৭ ভাগ শারীরিক নির্যাতনের শিকার

গৃহকর্মে ২০ ভাগ যৌন ও ৫৭ ভাগ শারীরিক নির্যাতনের শিকার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গৃহকর্মে নিয়োজিত শিশু শ্রমিকদের ৮৩ ভাগই মেয়ে শিশু। যাদের ২০ ভাগই যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে। আর গৃহকর্মীদের ৫৭ দশমিক ৩ ভাগ শারীরিক ও ৫৮ ভাগ মানষিক নির্যাতনের শিকার হন। এই নির্যাতন বন্ধে বিদ্যমান শ্রম আইন সংশোধন করা প্রয়োজন।

সোমবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যাকশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট (এএসডি)’র গবেষণা প্রতিবেদন নিয়ে আলোচনাকালে এ মতামত ব্যক্ত করা হয়। এএসডি’র নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ‘পারসেপশন স্ট্যাডি অন চাইল্ড লেবার ইন ডমেস্টিক ওয়ার্ক’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উত্থাপন করেন শিশু বিশেষজ্ঞ শরফুদ্দিন আহমেদ খান। আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের বিচারপতি মো. ইমান আলী, অসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক, শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস শহীদ মাহমুদ, বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, এএসডি উপ-নির্বাহী পরিচালক মো. মোজাম্মেল হক, এএসডি’র প্রজেক্ট ম্যানেজার ইউকেএম ফারহানা সুলতানা প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর