সংকেত পাওয়া যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের

মহাকাশে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

সংকেত পাওয়া যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মহাকাশে পৌঁছে গেছে লাল-সবুজের অহংকার বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এরইমধ্যে ফ্রান্সের কান থেকে বিপিএনার মাধ্যমে স্যাটেলাইটটির টেলিমেট্রি সংকেত পাওয়া যাচ্ছে। টেলিকমান্ড পাঠাতে ৮ থেকে ১২ দিন সময় লাগবে বলে জানিয়েনে সংশ্লিষ্টরা।

স্যাটেলাইটটি নিয়ন্ত্রণে রাঙামাটির বেতবুনিয়ায় ও গাজীপুরের তেলিপাড়া এলাকায় গ্রাউন্ড স্টেশন তৈরি হয়েছে।

গাজীপুরের বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রাইমারি গ্রাউন্ড স্টেশনের ব্যবস্থাপক (স্যাটেলাইট প্রকৌশলী) মো. নাসিরুজ্জামান জানিয়েছেন, ফ্রান্সের কান থেকে বিপিএনার মাধ্যমে স্যাটেলাইটটির একটি টেলিমেট্রি সংকেত পাওয়া যাচ্ছে। এটি আগামী ১২ দিন ফ্রান্সের কান থেকে নিয়ন্ত্রণ করা হবে। ১২ দিন পর গাজীপুর ও বেতবুনিয়া থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ’

গত শুক্রবার দিবাগত রাতে আমেরিকার ফ্লোরিডা স্পেস স্টেশন থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়।

বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী কোটি বাংলাদেশির চোখ ছিল তখন টিভি পর্দায়। নিজের দেশের স্যাটেলাইট যাচ্ছে মহাকাশে- এই খুশিতে বিভোর ছিল দেশপ্রেমিক মানুষ। সফলভাবেই মহাকাশে উড়ে যায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এটি উৎক্ষেপণের পর গাজীপুরের গ্রাউন্ড স্টেশনে ওই স্যাটেলাইট থেকে আসা টেলিমেট্রি সংকেত পাওয়া যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত এই স্টেশন থেকে ওই স্যাটেলাইটে টেলিকমান্ড পাঠানো যাচ্ছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি পাঠাতে সময় লাগবে ৮ থেকে ১২ দিন। এই কয়েক দিনের মধ্যে মহাকাশের ১১৯ দশমিক ১ ডিগ্রি দ্রাঘিমাংশে ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার ওপরে ওঠার পর টেলিমেট্রি ও টেলিকমান্ড সমান্তরালে চালানো যাবে। এই কয়েক দিন স্যাটেলাইটটির নির্মাতা প্রতিষ্ঠানটির কাছেই থাকবে এর নিয়ন্ত্রণ। পরে গাজীপুর ও বেতবুনিয়ার প্রকৌশলীদের কাছে এর নিয়ন্ত্রণের দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হবে।

দেশের প্রত্যন্ত অঞ্চলে এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার সম্প্রসারণ করা সম্ভব হবে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে। স্যাটেলাইটভিত্তিক টেলিভিশন সেবা ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজেও এ স্যাটেলাইটকে কাজে লাগানো যাবে। মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের অবস্থান হবে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমিনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ এই স্যাটেলাইটের আওতায় আসবে।

স্যাটেলাইটটি মহাকাশে পাঠানোর কাজ করছে মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স। এটি নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশের গাজীপুর থেকে। এ জন্য গাজীপুরের জয়দেবপুরে তৈরি করা হয়েছে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন। বিকল্প হিসেবে ব্যবহার করা হবে রাঙামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন।

সম্পর্কিত খবর