রাবির ছাত্রী হলে চোরের উৎপাত

রাবির ছাত্রী হলে চোরের উৎপাত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রী হলে চোরের উৎপাত বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রোকেয়া হলের ৩৫৯ নম্বর কক্ষ থেকে লাপটপসহ অন্যান্য জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এর আগে ২৮ জুলাই এ হল থেকে মোবাইল ও একাধিক শিক্ষার্থীদের কক্ষ থেকে ১৮শ’ টাকা চুরির ঘটনা ঘটে।

হলের আবাসিক শিক্ষার্থী ও বাংলা বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী জানান, ‘আমি গতকাল (শনিবার) সকালে এসে দেখি রুমে তালা লাগানো আছে।

রুম খুলে পরিস্কার করি। তখনও কিছুই চোখে পড়েনি। বিকেলে আমার রুমমেট (রুখসানা আক্তার নূপুর) আসলে তিনি জানান তার লাগেজ চুরি হয়েছে। তার লাগেজে ল্যাপটপসহ দামি জিনিসপত্র ছিল।
’ 

‘‘পরে আমার লাগেজও দেখি চেইন খোলা। আমার লাগেজ থেকে দুইটা শাড়ি নিয়ে গেছে। এছাড়া কাপড় আয়রন করার যন্ত্র, তেল, শ্যাম্পু নিয়ে গেছে। ’’

‘‘আমরা হাউজ টিউটরের মাধ্যমে প্রাধ্যক্ষকে বিষয়টি অবহিত করেছি। আজ (রবিবার) প্রাধ্যক্ষ আমাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে তিনি। ’’

এ ব্যাপারে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রুবাইয়াত ইয়াসমিনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

ওই হলের হাউজ টিউটর এটি এম রফিকুল ইসলাম বলেন, ‘প্রাধ্যক্ষ ম্যাডামের কাছ থেকে আমি শুধু মৌখিক শুনেছি। তবে আমরা এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ’

সম্পর্কিত খবর