ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই ম্যাচসেরা নাসুম

সংগৃহীত ছবি

ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই ম্যাচসেরা নাসুম

অনলাইন ডেস্ক

আগের ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ টসটি জেতেন তামিম ইকবাল, আবারও বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। আবারও বাংলাদেশ স্পিনারদের সামনে দিশেহারা হয়ে পড়ে উইন্ডিজ ব্যাটিং লাইন আপ। আগের ম্যাচে ১৪৯ রান তুললেও এবার তারা গুটিয়ে যায় ১০৮ রানেই। পরে তামিম ইকবালের অপরাজিত ৫০ ও লিটন দাসের ২৭ বলে ৩২ রানের ইনিংসে বাংলাদেশ জিতেছে ১৭৬ বল বাকি থাকতেই।

বলের হিসেবে এটি তাদের তৃতীয় বড় জয়।  টাইগাররা এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে সিরিজ। এদিকে, সিরিজে ম্যাচসেরা  হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। প্রথম ওয়ানডেতে দূভাগ্যক্রমে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় ম্যাচে তিনিই নায়ক।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচ ৮ ওভারে ৩টি মেডেনসহ মাত্র ১৬ রান দিয়েছিলেন। আর বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে উইন্ডিজের টপ অর্ডার ধ্বসিয়ে দেন এই বাঁহাতি স্পিনার।

টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানেই ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা, যার ৩টিই নাসুমের শিকার। ১০ ওভারে ৪ মেডেনসহ মাত্র ১৯ দিয়ে ৩ উইকেট নেন নাসুম।

তিনে নামা শামার ব্রুক ছিল নাসুমের প্রথম শিকার। এরপর শাই হোপ ও নিকোলাস পুরানকেও সাজঘরে ফিরিয়ে ভেঙে দেন ক্যারিবীয় ইনিংসের মেরুদণ্ড। শেষ পর্যন্ত ক্যারিবীয়রা গুটিয়ে যায় মাত্র ১০৮ রানে।

টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করেছেন আগেই। এবার ওয়ানডেতে সুযোগ মিললো। গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে চোখ ধাঁধানো বোলিং করেন নাসুম। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই নাসুম জিতলেন ম্যাচসেরার পুরস্কার।

news24bd.tv/রিমু