ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

নয়ন বড়ুয়া জয়

ইলিশের ভরা মৌসুমে বাঙালির জাতীয় মাছ ইলিশের স্বাদ নিতে পারছে না নিম্ম এবং মধ্য আয়ের মানুষ। সকাল থেকে দেশের বড় মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারিঘাটে  ইলিশ নিয়ে হাঁকডাক দেখা গেলেও কমছে না দাম। এক কেজি থেকে দুই কেজি ওজনের ইলিশের দাম হাঁকছেন পাইকারীতে কেজি প্রতি ১৩শ’ টাকা পর্যন্ত। আর আধা কেজি ওজনের ইলিশ ৬শ’ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মৎস্য ব্যবসায়ীরা বলছেন, সাগর উত্তাল থাকায় মাছ আহরণ কমে যাওয়ায় বেড়েছে দাম। ক্রেতারা বলছেন, কারসাজিতে বাড়ছে ইলিশের দাম।

ফিশারিঘাটে যেন ইলিশের মেলা বসেছে। সাইজ যত বড় দামও তত বেশি।

কয়েকদিন বৈরি আবহাওয়ার কারণে সাগরে মাছ আহরণে জেলেরা যেতে না পারলেও এখন আবার ইলিশ শিকারে নেমেছে তারা। ভরা মৌসুমেও বাজারে ইলিশের দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা।

ফিশারিঘাটে এক কেজি থেকে দুই কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৩শ’ টাকা দরে। আর ছোট সাইজের ইলিশ ৬শ’ টাকার নিচে নেই। মৎস্য ব্যবসায়ীরা বলছেন, আহরণ বাড়লে কমে আসবে দাম।  

মৎস্য কর্মকর্তারা বলছেন, সাগর উত্তাল না থাকলে আরও বাড়বে ইলিশের আহরণ।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা লাভলী ফারহানা বলেন, ইলিশ নিয়ে যেন কেউ কারসাজি করতে না পারে সেদিকে প্রশাসনের নজর আছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক