পশ্চিমবঙ্গের রেলমন্ত্রী বাড়িতে সিবিআইয়ের অভিযান

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের রেলমন্ত্রী বাড়িতে সিবিআইয়ের অভিযান

অনলাইন ডেস্ক

এবার পশ্চিমবঙ্গের রেলমন্ত্রী মলয় ঘটকের তিনটি বাড়ি এবং অফিসে তল্লাশি চালালো ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা- সিবিআই। তার বিরুদ্ধে কয়লা পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। খবর এবিপি আনন্দের।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে আসানসোলে মন্ত্রীর দুটি বাড়িতে অভিযান শুরু করে সিবিআই।

কিন্তু একটি বাড়ি ছিল তালাবদ্ধ। যে কারণে অন্যান্য বাসভবনে যান গোয়েন্দা কর্মকর্তারা। ছাড় দেয়া হয়নি কলকাতার লেক গার্ডেন্সের পৈতৃক বাড়িও। পরে তার দফতরসহ অন্তত সাত জায়গায় চিরুনি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা দল।

গণমাধ্যমের খবর অনুসারে, মলয় ঘটকের পরিবারের সদস্যদের মোবাইল ফোন জমা রাখা হয়েছে। পৌরসভা ভোটের আগে কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে আইনমন্ত্রী মলয়কে ডেকে পাঠিয়েছিল জাতীয় গোয়েন্দা সংস্থা বা ইডি। কিন্তু সেসময় হাজিরা দেননি এই তৃণমূল নেতা। সম্প্রতি একই মামলায় মুখ্যমন্ত্রীর ভাতিজা এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা।

news24bd.tv/কামরুল