রোগী দেখার সময় যে দোয়া পড়বেন

প্রতীকী ছবি

রোগী দেখার সময় যে দোয়া পড়বেন

অনলাইন ডেস্ক

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) একদিন অসুস্থ একজন বেদুঈনকে দেখতে গেলেন। বর্ণনাকারী বলেন, রাসুল (সা.)-এর অভ্যাস ছিল যে পীড়িত ব্যক্তিকে দেখতে গেলে বলতেন, কোনো দুশ্চিন্তার কারণ নেই, ইনশাআল্লাহ (অসুস্থতা থেকে) তুমি পবিত্র হয়ে যাবে। ওই বেদুঈনকেও তিনি বলেন। চিন্তা করো না গুনাহ থেকে তুমি পবিত্র হয়ে যাবে, ইনশাআল্লাহ।

বেদুঈন বলল, আপনি বলেছেন (অসুস্থতা থেকে) তুমি পবিত্র হয়ে যাবে। তা নয়। বরং এ তো এমন এক জ্বর, যা বয়োবৃদ্ধের ওপর প্রভাব ফেলছে। তাকে কবরের সাক্ষাৎ করাবে।
তখন রাসুল (সা.) বলেন, তা-ই হোক। (বুখারি, হাদিস : ৩৬১৬)

রোগী দেখার সময় যে দোয়া পড়বেন তা নিম্নে দেওয়া হলো- 

দোয়া : লা বা’সা লাকা তহুরুন ইনশাআল্লাহ।  

বাংলা অর্থ : ‘কোনো দুশ্চিন্তার কারণ নেই, ইনশাআল্লাহ (অসুস্থতা থেকে) তুমি পবিত্র (মুক্ত) হয়ে যাবে। ’

রোগী দেখার ফজিলত : রোগী দেখার অসংখ্য ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। হজরত আলী (রা.) বর্ণনা করেন, আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, সত্তর হাজার ফেরেশতা বিকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর বিকেলে রোগী দেখতে গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা দোয়া করে) -সুনানে তিরমিজি: ৯৬৭

news24bd.tv/রিমু