নবির ব্যর্থতায় শীর্ষস্থান পুনরুদ্ধার সাকিবের

সংগৃহীত ছবি

আইসিসি র‍্যাঙ্কিং

নবির ব্যর্থতায় শীর্ষস্থান পুনরুদ্ধার সাকিবের

অনলাইন ডেস্ক

এক বছর পর আবারও টি২০ ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সাকিব আল হাসান। তবে শীর্ষস্থান ফিরে পেতে সাকিবের কৃতিত্বের চেয়ে আফগান অধিনায়ক মোহাম্মদ নবির দায়ই সবচেয়ে বেশি।

গত সপ্তাহে ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন নবি। তবে এশিয়া কাপের মলিন পারফরম্যান্সে সাকিবের কাছে শীর্ষস্থান খোয়ালেন তিনি।

এশিয়া কাপে ৫ ম্যাচের ৪ ইনিংসে নবি মোটে করেছেন ১৬ রান। বল হাতে পান ৩ উইকেট। এমন সাদামাটা পারফরম্যান্সে নবির রেটিং কমেছে ৬। ২৪৬ পয়েন্ট নিয়ে নেমে গেছেন তালিকার দুই নম্বরে।

এশিয়া কাপে সাকিবও আহামরি তেমন কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি। বাংলাদেশ অধিনায়ক ২ ম্যাচে ব্যাট করে ৩৫ রানের পাশাপাশি উইকেট পান মোটে একটি। আজ বুধবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশের আগে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ২৪৮। সেটা বাড়েনি। তবে নবির ৬ পয়েন্ট কমাতে ২৪৮ রেটিং পয়েন্ট নিয়েই শীর্ষস্থানে এখন বাংলাদেশের টেস্ট ও টি২০ অধিনায়ক।

news24bd.tv/সাব্বির