আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শুক্রবার (১৬ মে) থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবেন বাসমালিকেরা। ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার টিকিট এই অগ্রিম বিক্রির আওতায় থাকবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আজ বুধবার (১৪ মে) বিকেলে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, শুক্রবার (১৬ মে) থেকে বাসের মালিকেরা অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এ দিন থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট কিনতে পারবেন। যদিও অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে বিক্রি করবে। ফলে যাত্রীরা বাসের কাউন্টার ও অনলাইনউভয় মাধ্যমেই টিকিট পাবেন। অতিরিক্ত ভাড়া নেওয়া প্রসঙ্গে শ্যামলী এন আর...
ঈদযাত্রায় কবে থেকে মিলবে বাসের আগাম টিকিট?
নিজস্ব প্রতিবেদক

সর্বজনীন পেনশন স্কিমে বড় পরিবর্তন
অনলাইন ডেস্ক

জাতীয় পেনশন স্কিমের কার্যক্রম আরও গতিশীল এবং স্কিমগুলো আরও সহজ ও অংশগ্রহণমূলক করতে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পেনশন কর্তৃপক্ষ। এতে চাঁদাদাতা ব্যক্তি পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর চাইলে তার মোট জমা করা অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ অর্থ এককালীন উত্তোলনের সুযোগ পাবেন। আজ বুধবার (১৪ মে) জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল এবং স্কিমগুলো আরও সহজ ও অংশগ্রহণমূলক করতে আরও কিছু সিদ্ধান্ত হয়েছে। প্রবাস এবং প্রগতি পেনশন স্কিমে অংশগ্রহণকারী অনেকের মাসিক আয় তুলনামূলকভাবে কম হওয়ায় এই দুটি স্কিমে সর্বনিম্ন মাসিক চাঁদার হার দুই হাজার টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা নির্ধারণ করা...
শেখ হাসিনাকে যে উপায়ে ফেরানো সম্ভব, জানালেন দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশ সাবেক এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন, তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বুধবার (১৪ মে) দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে করা ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব। এ বিষয়ে কাজ করছে দুদক। উল্লেখ্য, শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ মে) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হলেও আসেননি তিনি। দুদক সূত্র বলছে, আজ টিউলিপকে তলব করা হলেও তিনি বা তার কোনো প্রতিনিধি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। এর আগে বৃহস্পতিবার (৮ মে) ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ...
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড (অভিযান) শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, যেহেতু মাদকের বিষয় আছে, নারকোটিকস থাকবে। ডিএমপি, সিটি করপোরেশন থাকবে। এই রেইডগুলো নিয়মিতভাবে একটা সময় পরপর হবে। আজ বুধবার (১৪ মে) বিকেলে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি আরও বলেন, রাজু ভাস্কর্যের পেছনের গেট চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেট সংলগ্ন অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে। মনিটর করার জন্য গণপূর্তের পক্ষ থেকে কমিটি করা হবে। আসিফ মাহমুদ বলেন, উদ্যানে পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকায় অপরাধ সংগঠিত হয়। পর্যাপ্ত পরিমাণে লাইট এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ডিএমপি মনিটর করবে এবং উদ্যানের জন্য একটি পুলিশ বক্স স্থাপন করা হবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর