ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর সম্মানের সাথে পদত্যাগ না করলে আন্দোলনের মধ্য দিয়ে তাদের পদত্যাগ করানো হবে, তবে কোনোভাবেই তাদের হেনস্তা করা হবে না বলে জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে এসে ভিসি চত্বরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন কেন্দ্রীয় ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন রাকিব। প্রয়োজনে রাজপথে আন্দোলন করে সাম্যকে হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ছাত্রদল সভাপতি বলেন, উপাচার্যের গতকালের (মঙ্গলবার) আচরণের নিন্দা জানাই। একাত্তরের পরাজিত শক্তির কোনো লজ্জা শরম নেই। এই হত্যা নিয়ে ওরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছি। সাম্য হত্যার বিচার না হলে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারে...
ভিসি-প্রক্টর সম্মানের সঙ্গে পদত্যাগ না করলে আন্দোলন: ছাত্রদল সভাপতি
নিজস্ব প্রতিবেদক

ঢাবি ছাত্র সাম্য হত্যার বিচার চাইলেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক

সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের (২৫) নিহতের ঘটনায় বিচার চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির নিশ্চিতের দাবি জানান। পোস্টে সারজিস আলম লেখেন, সময়ের সাথে সাথে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছে চাঁদাবাজি, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের আখড়া। অথচ এই উদ্যান সংলগ্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এবং অফিস থাকা সত্ত্বেও তারা এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর অ্যাকশন না নিয়ে এসবের ভাগিদার হয়েছে। যার ফলশ্রুতিতে আমরা আমাদের অনেক ভাই বোনকে বিপথে যেতে দেখেছি, একাধিক প্রাণনাশের ঘটনা ঘটেছে। তিনি আরো লেখেন, গতকাল সাম্যের নৃশংস...
দুই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
অনলাইন ডেস্ক

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানাধীন ৪ নং ওয়ার্ড বিএনপির ৩ নং সহসভাপতি মাসুদ করিম মোল্লা এবং পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান। প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানাধীন ৪ নং ওয়ার্ড বিএনপির ৩ নং সহসভাপতি মাসুদ করিম মোল্লাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্যসচিব মোস্তফা জামান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের...
আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা জানালো ভারত
অনলাইন ডেস্ক

বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। তিনি বলেন, (বাংলাদেশে) গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর (পলিটিক্যাল স্পেস) সঙ্কুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে। আরও পড়ুন হাসিনাকে গান শোনাতেন বলতেই এজলাসে হাসলেন বিষণ্ণ মমতাজও ১৩ মে, ২০২৫ বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজন করার দাবি জানিয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর