পটুয়াখালীতে সাড়ে চার মণ ওজনের পাখি মাছ ধরা 

পটুয়াখালীতে সাড়ে চার মণ ওজনের পাখি মাছ ধরা 

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীতে জেলের জালে ধরা পরছে সাড়ে চার মণ ওজনের একটি পাখি মাছ। যার বৈজ্ঞানিক নাম সেইল ফিশ। মাছটির দৈর্ঘ্য ১২ থেকে ১৪ ফুট। বৃহস্পতিবার সকালে মহিপুর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি নিয়ে আসেন জাহাঙ্গীর মাঝি নামের এক জেলে।

এর আগে গত রাতে বঙ্গোপসাগরে তার জালে মাছটি ধরা পরে। জাহাঙ্গীর মাঝির বাড়ি চট্টগ্রামে।

জাহাঙ্গীর মাঝি জানান, গত রাতে তাদের জালে সাড়ে ৪ মণ ওজনের পাখি মাছ ধরা পরে। মাছটি বেশি বড় হওয়ার কারণে ট্রলারে তুলতে কষ্ট হচ্ছিল।

পরে মাছটিকে নিয়ে আসা হয় আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায়, ইউনুস বয়াতি নামের এক আড়তদারের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, পাখিমাছ মূলত দ্রুতগামী মাছ। এসব মাছ গভীর সাগরে বিচরণ করে।

news24bd.tv/কামরুল