স্থলমাইনে পা উড়ে যাওয়া যুবক চট্টগ্রাম মেডিকেলে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (সংগৃহীত ছবি)

স্থলমাইনে পা উড়ে যাওয়া যুবক চট্টগ্রাম মেডিকেলে

অনলাইন ডেস্ক

বান্দরবানের ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকায় শুক্রবার দুপুরে মাইন বিস্ফোরণে পা উড়ে যাওয়া যুবককে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।

তাকে বিজিবির তত্ত্ববধানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
   
ওই ঘটনার পর সন্ধ্যায় বান্দরবানের ঘুমধুমের কোনারপাড়া এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টার শেলের আঘাতে এক রোহিঙ্গা নিহত ও সাতজন আহত হন।

আহতদের কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সন্ধ্যায় মিয়ানমার থেকে মোট তিনটি মর্টার শেল ছোড়া হয়। এর ২টি নোম্যান্সল্যান্ডে ও  একটি বাংলাদেশের ভেতরে বিস্ফোরিত হয়।

এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক লে. কর্নেল ফয়জুর রহমান (অপারেশন)।

 

সূত্র জানায়, সীমান্ত ঘেঁষে টহল দিচ্ছে মিয়ানমারের জঙ্গি বিমান।  এলাকাবাসী জানিয়েছেন,  
তারা চরম আতঙ্কের মধ্যে আছেন।  

news24bd.tv/ইস্রাফিল