এবার ‘অন্য’ মঞ্চে জ্বলে উঠলেন প্রিয়ঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া (সংগৃহীত ছবি)

এবার ‘অন্য’ মঞ্চে জ্বলে উঠলেন প্রিয়ঙ্কা চোপড়া

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সোমবার (২০ সেপ্টম্বর) ভাষণ দেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি মনে করিয়ে দেন, বর্তমান ও ভবিষ্যতের চাবিকাঠি আমাদের নিজেদের হাতেই রয়েছে। এবং ন্যায্য, সুরক্ষিত ও স্বাস্থ্যকর দুনিয়া প্রতিটি নাগরিকেরই অধিকার।

বলিউড ছেড়ে প্রিয়াঙ্কা হলিউডে ঘাঁটি গেড়েছেন।

অভিনেতা, প্রযোজক ছাড়া প্রিয়ঙ্কার আরও একটি পরিচয় রয়েছে। তিনি রাষ্ট্রপুঞ্জের ‘গুডউইল অ্যাম্বাসাডর’ বা শুভেচ্ছাদূত। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের সমস্ত সদস্য দেশের লক্ষ্যমাত্রাও নিজের ভাষণে মনে করিয়ে দেন তিনি।  

প্রিয়ঙ্কা বলেন, ‘‘বিশ্বের এক সংকটময় সময়ে আমরা আজ মিলিত হয়েছি, যেখানে দুনিয়াজোড়া ভ্রাতৃত্ববোধের প্রয়োজনীয়তা আগের থেকে বেশি জরুরি।

’ 

সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বই যে স্বস্তিজনক অবস্থায় নেই, তা-ও মনে করিয়ে দিয়েছেন প্রিয়ঙ্কা। তাঁর কথায়, ‘কোভিডের মতো অতিমারির বিধ্বংসী প্রভাবের জেরে বিশ্বের নানা দেশই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের সঙ্কটের জেরে জীবন, জীবিকা প্রভাবিত হয়েছে। বিশ্বের ন্যায্য ভিত্তিকেই ধ্বংস করে দিয়েছে দারিদ্র্য ও অসাম্য। যার জন্য আমরা দীর্ঘ দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছি। ’

সূত্র: আনন্দবাজার
news24bd.tv/ইস্রাফিল