ভোটারদের দ্বারে দ্বারে গাইবান্ধা-৫ আসনের প্রার্থীরা

প্রচারণা

ভোটারদের দ্বারে দ্বারে গাইবান্ধা-৫ আসনের প্রার্থীরা

সাইফুল ইসলাম প্রিন্স, গাইবান্ধা

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে এবারও বড় ভূমিকা রাখবেন চরের ভোটাররা। তাই প্রার্থীরাও চরাঞ্চলের দিকে বিশেষ নজর দিচ্ছেন। কাকডাকা ভোর থেকে রাতঅবধি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তারা। চরের উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

হিসাব কষছেন ভোটাররাও।  

সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। ব্রম্মপুত্র ও যমুনাবেষ্টিত এই দুই উপজেলা ভোটারদের বেশিরভাগেরই বাস চরাঞ্চলে। মূল ভূখণ্ডের অধিবাসীদের থেকে ভিন্ন তাদের জীবনযাত্রা ও চাহিদা।

আসছে নির্বাচনে জয়-পরাজয়ে বড় নিয়ামক হয়ে উঠতে পারেন চরাঞ্চলের ভোটাররা। তাই চরে প্রচার-প্রচারণায় জোর দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররাও মন খুলে জানাচ্ছেন, তাদের দাবি দাওয়ার কথা। সাধারণ ভোটারদের দাবির সঙ্গে একমত পোষণ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।  

আওয়ামী লীগ প্রার্থী মাহামুদ হাছান রিপন দুর্গম এই অঞ্চলের বাসিন্দাদের ভাগ্য বদলের প্রতিশ্রুতি দেন। একই রকম প্রতিশ্রুতি দেন জাতীয় পার্টির প্রার্থী গোলাম শহিদও।  

আগামী ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে ভোটগ্রহণ। ৫ জন প্রার্থী লড়ছেন এই নির্বাচনে।

news24bd.tv/ইস্রাফিল