হকি চ্যাম্পিয়ন্স লিগের লোগো উন্মোচন

হকি চ্যাম্পিয়ন্স লিগের লোগো উন্মোচন

সুখন সরকার

উন্মোচন করা হয়েছে হকি চ্যাম্পিয়ন্স লিগের লোগো। বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এওই’র ব্যবস্থাপনায় আয়োজিত এই লিগের লোগো উন্মচন অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে ক্রীড়াঙ্গনের তারকাদের পাশাপাশি সিনেমা জগতের সুপার্টারদের উপস্থিতি।  হকি সংশ্লিষ্টরা বলেন, এখন দেশের হকিকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।  

ক্রিকেটের পর দেশের প্রথম খেলা হিসেবে হকি প্রবেশ করছে ফ্রাঞ্চাজি লিগে।

ছয় দল নির্ধারণ হয়েছে আগেই।  

অনুষ্ঠান আয়োজনেও ছিল ভিন্নতা। হকির নতুন যাত্রায় অনুপ্রেরণা যোগাতে উপস্থিত ছিলেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, হোসান, আর্চার রোমান সানা ও চিত্র নায়িকা নাজিফা তুশি।   

জাতীয় হকি দলের কোচ গোবিনাথান বলেন, নতুন পথে নতুন যাত্রায় সফল হবে বাংলাদেশ।

জাতীয় দলের হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিও একই কথা বলেন।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মা ইউসুফ বলেন, এর ধারাবাহিকতা ধরে রাখতে ফেডারেশন সহযোগিতা করবে।

ছয় দলের হকি চ্যাম্পিয়ন্স লিগ মাঠে গড়াবে ২৮ অক্টোবর, ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নমাবে ১৭ নভেম্বর।

news24bd.tv/ইস্রাফিল