সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় নিহত অন্তত ১০০

সংগৃহীত ছবি

সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় নিহত অন্তত ১০০

অনলাইন ডেস্ক

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ গাড়ি বোমা হামলায় নারী-শিশুসহ অন্তত ১০০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩০০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আলজাজিরার।

 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির শিক্ষা মন্ত্রণালয় ও একটি স্কুলের সামনে দুটি গাড়ি বিস্ফোরণ ঘটে। এ ঘটনার জন্য জঙ্গিগোষ্ঠী আল শাবাবকে দায়ী করেছেন প্রেসিডেন্ট মোহামুদ।  

বিস্ফোরণস্থল পরিদর্শন করে তিনি বলেন, আমাদের মানুষ গণহত্যার শিকার হয়েছে। পড়তে আসা শিক্ষার্থী, মায়ের কোলে থাকা শিশুও এই নারকীয় হত্যাকাণ্ডের শিকার।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও একটি স্কুলকে লক্ষ্য করে শনিবার এ হামলা চালানো হয়েছে। হামলায় এক সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা সোন্না।

পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সামনে প্রথম বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণে আহতদের সাহায্য করতে জড়ো হওয়া মানুষ ও অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে দ্বিতীয় বিস্ফোরণ ঘটানো হয়।  

একইস্থানে ২০১৭ সালের অক্টোবরে ভয়াবহ হামলা চালানো হয়। সেই হামলায় ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

news24bd.tv/আজিজ