বিএনপির মিছিল থেকে সাবেক বিচারপতির ওপর হামলার অভিযোগ

ফাইল ছবি

বিএনপির মিছিল থেকে সাবেক বিচারপতির ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়া পল্টনে নিজ গাড়িতে যাওয়ার পথে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা হয়েছে। বুধবার (২ নভেম্বর) বিকেলে একটি মিছিল থেকে তার গাড়িতে এ হামলা হয়।

এ বিষয়ে শামসুদ্দিন চৌধুরী মানিক নিউজটোয়েন্টিফোরকে বলেন, 'আমার ওপর বিএনপির মিছিল থেকে হামলা করা হয়েছে। পল্টন থানার সামনে এ ঘটনা ঘটে।

' এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, 'আমি বুঝতে পারছি না। আসলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। তবে আমি সুস্থ আছি। কিন্তু আমি ও আমার ড্রাইভার হামলার শিকার হয়েছি।
তারা আমার গাড়িও ভাঙচুর করেছে। তবে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবো ভাবছি। '

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) আবুল হাসান জানান, তারা ওই হামলার কথা শুনেছেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গেছেন। তিনি সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ‘উনার গানম্যানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাটি পুলিশ হাসপাতালের সামনে ঘটেছে বলে জেনেছি। গাড়ির ড্রাইভার ও গানম্যানকে আসতে বলা হয়েছে এবং অভিযোগ দিলে আমরা অভিযোগ নেব। ’

news24bd.tv/FA