বাজুস পাবনা জেলা শাখার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ফাইল ছবি

বাজুস পাবনা জেলা শাখার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

পাবনা প্রতিনিধি

দীর্ঘ প্রায় ১২ বছর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) পাবনা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে।  সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বাজুস পাবনা জেলার নেতারা জানান, এবারের নির্বাচনে ২১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৩১ জন পরিচালক নির্বাচিত করবেন। নির্বাচনের ফল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচিত ৩১ জন পরিচালক- সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচন সম্পন্ন করবেন।

 

পরিচালক এর ৩১টি পদের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন প্রার্থী।

দীর্ঘ বছর পরে পাবনায় জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাধারণ ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

হ

বাজুস পাবনা নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় দক্ষ নেতৃত্বের কারণে সারা দেশের স্বর্ণ ব্যবসায়ীরা সুসংগঠিত হওয়ার মাধ্যমে স্বর্ণ ব্যবসাকে একটি শিল্পে পরিণত করছেন।

ল

নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষে শিক্ষাবিদ, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করছেন। এর বাইরে পোলিং এজেন্ট,  জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণ করছেন।