সম্ভাব্য সংকটে ৪০ কোটি টাকা সাশ্রয় করবে আইসিটি বিভাগ: পলক

সংগৃহীত ছবি

সম্ভাব্য সংকটে ৪০ কোটি টাকা সাশ্রয় করবে আইসিটি বিভাগ: পলক

অনলাইন ডেস্ক

সম্ভাব্য অর্থনৈতিক সংকটে সাশ্রয় করতে ১৭টি ইভেন্টস বাতিল করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, ‘এতে সাশ্রয় হবে ৪০ কোটি টাকা। এ অর্থ ফেরত দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ে। ’

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ ছাড়াও আইসিটি মন্ত্রণালয়ের অন্যান্য প্রকল্পের খরচও কমিয়ে আনা হবে বলে জানান তিনি।  

নিউজ টোয়েন্টিফোরের প্রশ্নের উত্তরে পলক জানান, এ সংকট সাময়িক বলে আমি মনে করি। সংকট কেটে গেলেই ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় প্রয়োজনীয় সব ইভেন্টস ও প্রকল্প পুরোদমে চলবে। সেইসঙ্গে এ আর্থিক সংকটকে মোকাবেলায় প্রযুক্তিকে কত ভালোভাবে ব্যবহার করা যায়, সে ব্যাপারে পর্যালোচনা চলছে।

সেইসঙ্গে আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ২০৪১ সালের উন্নত বাংলাদেশের ভিশনে ভূমিকা রাখবে আইসিটি বিভাগ।

news24bd.tv/ইস্রাফিল