সুন্দরবনের লোকালয় থেকে ৩৬ কেজি হরিণের মাংসসহ আটক ১

হরিণের মাংসসহ আটক ১

সুন্দরবনের লোকালয় থেকে ৩৬ কেজি হরিণের মাংসসহ আটক ১

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ৩৬ কেজি হরিণের মাংসসহ মো. আজিজুল গাজী (৩৮) নামে এক শিকারিকে আটক করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দাকোপ উপজেলার বানিয়াশান্তা এলাকা থেকে তাকেক আটক করা হয়েছে।  বাগেরহাটের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান পরিচালনা করে।

আটক আজিজুল গাজী খুলনা জেলার দাকোপ উপজেলার আমতলা গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আব্দুর রহমান জানান, পাচারকারীরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সোমবার মধ্যরাতে বানিয়াশান্তা বাজার এলাকায় অভিযানে নামে। এসময় একজন কোস্টগার্ড সদস্যদের দেখে দ্রুত মোটরসাইকেলযোগে পালাতে থাকে। পড়ে কোস্টগার্ড সদস্যরা তাকে ধাওয়া করে আটকের পর তার মোটরসাইকেলে রাখা প্লাটিকের বস্তায় থাকা ৩৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

সুন্দরবনের হরিণ শিকার ও বিক্রির অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আজ মঙ্গলবার সকালে সুন্দরবনের ঢাংমারী ফরেষ্ট স্টেশনে তাকে হস্তান্তর করা হয়।

news24bd.tv/রিমু