বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল ঘরের চালা, যুবক আহত

সংগৃহীত ছবি

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল ঘরের চালা, যুবক আহত

অনলাইন ডেস্ক

শরীয়তপুরের জাজিরায় হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে বোমা তৈরির সময় এ ঘটনা ঘটে। আহত ওই যুবকের নাম ইমরান খালাসী (২৫)। তিনি ঢাকায় চিকিৎসাধীন বলে তার পরিবার জানায়।

জানা যায়, স্থানীয় শামসু খালাসীর ছেলে ইমরান খালাসী। গ্রাম্য রাজনীতিতে সম্পৃক্ত তিনি। তার বিরুদ্ধে মারামারির মামলা চলমান রয়েছে। বুধবার নিজ বাড়িতে বোমা বানাতে গিয়ে আহত হন তিনি।

এ সময় উড়ে যায় তার বসত ঘরের চালাও।

স্থানীয়রা জানান, ইমরান স্থানীয় নেতা তমিজ খাঁর অনুসারী। তিনি বোমা তৈরিতে বেশ পারদর্শী হওয়ায় দীর্ঘদিন ধরে বোমা তৈরি করে সেগুলো বিক্রি করে আসছেন।  

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, আগামী (২৯ ডিসেম্বর) পার্শ্ববর্তী মূলনা ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে বিক্রির লক্ষ্যেই বোমাগুলো বানানো হচ্ছিল।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টা অবগত হওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, প্রাথমিকভাবে বোমা তৈরির সরঞ্জাম সেখানে পাওয়া গেছে। আহত ইমরানকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়েছে তার স্বজনরা। তদন্ত চলেছে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

news24bd.tv/কামরুল