ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত কর্মকতাদের ওপর হামলা

সংগৃহীত ছবি

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত কর্মকতাদের ওপর হামলা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে অবৈধ ইটভাটায় অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত কর্মকতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে অবৈধ ইটভাটায় অভিযানে যান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযান শুরু করলে জেএসবি ব্রিকসের মালিক মো. সোবাহান ফকিরের লোকজন দায়িত্বরত কর্মকর্তাদের ওপর হামলা চালায়।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

হামলায় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের উপপরিচালক সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী সজিবসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। অভিযান চালানোর সময় দায়িত্বরত কর্মকর্তাদের গাড়ি ভাঙচুর করা হয়। পরে সাতটি ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদারীপুরে অর্ধশত ইটভাটা নিয়ম-নীতি অনুসরণ না করেই ইট প্রস্তুত করছে। এতে ফসলি জমি নষ্ট হচ্ছে। বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক বলেন, সোবাহান ফকিরের জেএসবি ইট ভাটা ভাঙার নির্দেশনা ছিল, কারণ এটা সম্পূর্ণ অবৈধ। কিন্তু আমরা অভিযান শুরু করলে আমাদের ওপর  হামলা করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আমাদের গাড়ি ভাঙচুর করেছে। ভাটা মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।  

news24bd.tv/কামরুল