নভেম্বরে জ্বালানি তেল বিক্রিতে লোকসান ৪৪ কোটি

ফাইল ছবি

নভেম্বরে জ্বালানি তেল বিক্রিতে লোকসান ৪৪ কোটি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বরে জ্বালানি তেল বিক্রি করে ৪৩-৪৪ কোটি টাকা লোকসান হয়েছে বলে জানালেন বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ। তেলের দাম সমন্বয় সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পদ্মা অয়েলের তেলবাহী জাহাজ ডুবির ঘটনায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মেঘনা নদীতে জাহাজ ডুবির ঘটনায় বিপিসির তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

গত ২৫ ডিসেম্বর রাতে ১১ লাখ লিটারবাহী ট্যাংকার থেকে ১ হাজার লিটার তেল নষ্ট হয়েছে বলে জানান তিনি। চাঁদপুরের উদ্দেশ্যে যাওয়া পদ্মা অয়েলের সাগর নন্দিনী-২ জাহাজ উদ্ধারে বেসরকারি জাহাজ এরইমধ্যে রওনা হয়েছে। নদীতে যাতে অকটেন এবং ডিজেল ছড়িয়ে না পড়ে সেজন্য ছিদ্র হওয়া অংশ বন্ধ করা হয়েছে বলেও জানান বিপিসি চেয়ারম্যান।

news24bd.tv/FA