কারাগারে থেকেই স্নাতকোত্তর পরীক্ষা দেবেন রিজভী

ফাইল ছবি

কারাগারে থেকেই স্নাতকোত্তর পরীক্ষা দেবেন রিজভী

অনলাইন ডেস্ক

নাশকতা মামলায় গ্রেপ্তার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারাগারে থেকেই আইন বিষয়ে স্নাতকোত্তর বা এলএলএম পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন।

বুধবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন বলে জানা গেছে। রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ বলেন, 'তিনি (রিজভী) এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম (মাস্টার্স) করছেন।

এই আইনজীবী বলেন, 'আগামী ১১, ১৩ ও ১৯ জানুয়ারি তার (রিজভীর) ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। শুনানি শেষে আদালত কারাবিধি অনুসারে কারা কর্তৃপক্ষকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। '

গত ৭ ডিসেম্বর পুলিশের করা নাশকতা মামলায় ৮ ডিসেম্বর গ্রেপ্তার হন বিএনপির এ নেতা। নাশকতার সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এই রকম আরও টপিক