মিয়ানমারে চার দিনে ৬৫ সেনাকে হত্যার দাবি জান্তাবিরোধীদের

সংগৃহীত ছবি

মিয়ানমারে চার দিনে ৬৫ সেনাকে হত্যার দাবি জান্তাবিরোধীদের

অনলাইন ডেস্ক

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই জোরদার করেছে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো। গত চার দিনে ৬৫ জনের বেশি সেনাকে হত্যার দাবি করেছে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সাগাইং, ম্যাগওয়ে, মান্দাল, বাগো ও তানিনথারি অঞ্চল সরকারি বাহিনীর ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে জান্তাবিরোধী গোষ্ঠীগুলো।

এতে ৬৫ জনের বেশিও নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন, আহত অনেকে। তবে সবগুলো হামলা ও নিহতের ঘটনা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যমটি।

মঙ্গলবার সাগাইং অঞ্চলের রাজধানী সালিঙ্গাতে স্থানীয় নয়টি সশস্ত্র গোষ্ঠীকে নিয়ে জান্তা সদস্যদের বহন করা দুটি মোটরযানে হামলার কথা জানিয়েছে পিডিএফ। সংগঠনটির দাবি, ওই দুটি যানে জান্তা বাহিনীর ৫০ সদস্য ছিল।

পৃথক দুটি হামলায় যান দুটি ধ্বংস হয়ে যায় ও হতাহতের ঘটনা ঘটে। একই অঞ্চলে শনিবার একটি নৌযানেও হামলার কথা জানিয়েছে পিডিএফ। এতে সর্বমোট ২০ জন নিহত হয়েছে।

এদিকে, গত রোববার সাগাইং অঞ্চলের মাইনমুতে শাসক বাহিনীর ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। একই দিনে মাইনমুতে পিডিএফের আরেক হামলায় আরও পাঁচ জান্তা সদস্য নিহত হয়। এ ছাড়া সোমবার ম্যাগওয়েতে মাইন হামলায় জান্তা বাহিনীর অন্তত ৯ সদস্য নিহত হয়েছে। মান্দালয়েও মাইন বিস্ফোরণে আরও ছয় জান্তা সদস্য নিহত হয়েছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে সামরিক বাহিনী। এরপর দেশে সামরিক আইন জারি করে নিজেরাই ক্ষমতায় বসে। এর বিরুদ্ধে অবস্থা নিয়ে আন্দোলনে নেমেছে দেশটির নানা শ্রেণি পেশার মানুষ।

দক্ষিণ এশিয়ার দেশটির চলমান পরিস্থিতি নিরসনে পশ্চিমা নেতারা সুষ্ঠু পদক্ষেপ নিতে বার বার তাগিদ দিয়ে আসলে কোনও পদক্ষেপ নেয়নি সামরিক সরকার।

news24bd.tv/মামুন