লালমনিরহাটে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

লালমনিরহাটে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার বিদ্যুৎ সাব স্টেশন এলাকায় ট্রাক- ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (১৯) নামের এক পোষাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরো সাত যাত্রী। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আলমগীর কালিগঞ্জ উপজেলার দুহুলী গ্রামের জনৈক শরিফুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

আহতরা হলেন- মুক্তা রানী, প্রানেশ্বর রায়, অতুল চন্দ্র, ইজিবাইক চালক আব্দুল খালেক, আরফিনা বেগম, জুয়েল মিয়া  ও আদিতমারী গ্রামের  মহেন্দ্র চন্দ্র রায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার পল্লী বিদ্যুত সাব স্টেশন এলাকায় লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের সঙ্গে লালমনিরহাটগামী একটি ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ আট যাত্রী গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকরা পোষাক কর্মী আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করে। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে আশঙ্কা জনক অবস্থায় রংপুর মেডিকেল  কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী চারজন লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।

 (নিউজ টোয়েন্টিফোর/মানিক/তৌহিদ)